বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্থায়ী ম্যুরাল নির্মাণের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় যুব শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদার এবং সাধারন এ কে মিলন আহমেদ।
বুধবার (৫ই ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থায়ী ভাবে স্থাপনের দাবি জানান।
যুব শ্রমিকলীগ নেতা মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদার বলেন সুনামগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক বিজরিত রয়েছে তাই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে স্থায়ীভাবে ম্যুরাল চাই। যুব শ্রমিকলীগ নেতা এ কে মিলন আহমেদ বলেন সুনামগঞ্জে বঙ্গবন্ধুর স্থায়ী কোন ম্যুরাল নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোন জাতীয় দিবস ও দলীয় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে তাতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার কার্যকরী সভাপতি সুদীপ্ত চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক বিপলু রজ্ঞন দাস, প্রমুখ।
বঙ্গবন্ধুর ম্যুরালের বিষয়টি সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে সুনামগঞ্জে বঙ্গবন্ধুর স্থায়ী একটি ম্যুরাল নির্মাণের দাবি জানানো হয়।