বিশেষ প্রতিনিধিঃ ভাটি বাংলার কিংবদন্তি নেতা জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ হাজারো চোঁখের জলে বিদায় হলেন। সোমবার বিকেল তিনটায় উপজেলার কুকরা বড়শি মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজার নামাজে দেশের বিভিন্ন প্রান্তে জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ। জানাজা নামাজ শেষে সাচনা বাজার মসজিদ সংলগ্ন বাবার কবরের পাশে শায়িত করা হয় ইউসুফ আল আজাদ কে।ইউসুফ আল আজাদ কে শেষ বিদায় দিতে গিয়ে হাজার হাজার মানুষ অশ্রুসিক্ত হয়ে পড়েন।ভাটি বাংলার এই বীর মুক্তিযোদ্ধা কে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ শ্রদ্ধা নিবেদন করেন।নামাজের জানাজায় অংশ নেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,মোয়াজ্জেম হোসেন রতন,সংরক্ষিত মহিলা এম পি শামীমা শাহারীয়া,কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম,সাবেক পিপি খাইরুল কবির রুমেন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন,ছাতক পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, বিশম্বপুর উপজেলার চেয়ারম্যান সফর উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমেদ,জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি এড আসাদ উল্লাহ সরকার, এবং আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।