২১ মার্চ ২০২০ সকাল ১১ টাই শেঠ গ্রুপের সহযোগিতায় ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সোলায়মান আলম শেঠ এর তত্ত্বাবধানে করোনা ভাইরাস থেকে চট্টগ্রামকে মুক্ত করতে ও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে চকবাজার গুলজার টাওয়ার সম্মুখে ডেটল সাবান বিতরণ এর উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।
করোনা ভাইরাসের সচেতনতা সৃষ্টি ও সাবান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব এয়াকুব হোসেন, সহ সভাপতি সালামত আলী, মোঃ আলী, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদ, চকবাজার থানার ওসি তদন্ত রিয়াজ উদ্দিন, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ছবির আহমদ, সহ-দপ্তর সম্পাদক শফিউল আজম লিটন, নগর যুব সংহতির আহবায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, চকবাজার থানার আহ্বায়ক মাজেদুল ইসলাম, সমীর সরকার, ফজলে হাসান শাহীন, জাতীয় পার্টির যুগ্ন সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, এরশাদুল হক সিদ্দিকী, নগর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, চকবাজার থানা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, কায়ছার আহমেদ, জিকু দেবনাথ, রাজু আহমদ, জাতীয় পার্টি নেতা লিটন দাস, পারুল আক্তার, মনি, কাকলী সহ চকবাজার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সাবান বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন- করোনা ভাইরাস থেকে মুক্ত পেতে মহান আল্লাহ তায়ালার সাহায্য কামনা করেন ও বিশ্ব ব্যাপী এই ভাইরাস এর ফলে জনজীবন স্বাভাবিক ভাবেই বিপন্ন, চট্টগ্রাম মহানগরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে জাতীয় পার্টির পক্ষ থেকে চট্টগ্রাম শহরের চকবাজার, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, প্রেস ক্লাব, জিপি মোড়, বায়জিদ বোস্তামী মাজার, অক্সিজেন, ফতেয়াবাদ, হাটহাজারী বাস স্ট্যান্ড, মুরাদপুর, সহ এর বিভিন্ন স্থানে প্রায় ১০ হাজার ডেটল সাবান বিতরণ করা হয়। নগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ বলেন আগামী দুই দিনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে আরো ২০ হাজার সাবান বিতরণ করা হবে। আমরা চট্টগ্রাম মহানগরকে করোনা নামক ভাইরাস থেকে মুক্ত করতে চায় ও জনসাধারণকে সচেতন করতে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।