মাহবুব আলম মিনার
উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ঐতিয্যবাহী সিকদার পরিবারের ছেলে মোশাররফ সিকদারে নিজ উদ্যোগে নিজ তহবিল থেকে গরীব-দুঃখি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। স্হানীয় প্রতিটি ওয়ার্ডে পহেলা এপ্রিল থেকে এই ত্রাণ বিতরণ কাজ শুরু করেন বলে জানাযায়। প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে নয়-এই সংকট ময় সময়ে বৃত্ত বানরা গরীবদের মাঝে খাদ্য বস্ত্র তুলে দিতে আগ্রহ সৃষ্টি করায় তার মূল উদ্দেশ্য। নভেল করোনা ভাইরাসে এখন পুরো বিশ্ব আতংকিত, এই সময়ে বাংলাদেশ সরকার নিজ দেশের ২০ কুটি মানুষ কে বাঁচাতে নানা উদ্যোগ গ্রহণ করেন,সরকার সাধারণ জনগন কে সুস্থ থাকতে সরকারের নির্দেশনা মেনে স্ব স্ব বাড়িতে অবস্থান নিতে পরামর্শ দেয় এবং বিভিন্ন প্রশাসনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করেন। এই সময় সরকারের পাশাপাশি সমাজের বৃত্ত বান ধনী ব্যক্তিরা সাধারণ মানুষের মাঝে চাল,ডাল,সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করতে মাঠে নামে। তার অংশ হিসেবে ইনানীর সিকদার পরিবারের ছেলে মোশাররফ সিকদার ও নিজ উদ্যোগে সমাজিক দুরত্ব বজায় রেখে দুস্ত- খেটে-খাওয়া মানুষের মাঝে চাল,ডাল,আলো,পেয়াচঁ,তেল বিতরণ করেন। স্হায়ীরা এই খাদ্য সামগ্রী গ্রহণ করে মোশাররফ সিকদারের প্রতি দোয়া কামনা করতে দেখা যায়। এ সময় সরকারের নির্দেশনা মেনে সাধারণ মানুষ কে বাড়ি থাকার পরামর্শ ও দেন মোশাররফ সিকদার। খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী,শফিউল্লাহ বাবুল চৌধুরী,ছৈয়দ নুর ভুলু চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, শাহাজান,খায়রুল আমিন চৌধুরী,সালাউদ্দিন,রবি আলম সহ অনান্যরা।