ডেস্ক নিউজ
আশুলিয়ায় যুব মহিলা লীগের নেত্রীকে বার বার আক্রমন করেও আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে চলেছেন উজ্জ্বল বাহীনি। জনগনের প্রশ্ন প্রকাশ্য দিবালোকে শত শত জনতার সামনে আক্রমন করেও মিথ্যা বানোয়াট বলে পার পেয়ে যাচ্ছেন উজ্জ্বল বাহীনি ঘটনা কি। বি এন পি যুবদল থেকে উঠে আসা উজ্জ্বল বাহীনির খুঁটির জোর কোথায়।
১০/০৪/ ২০২০ যুব মহিলা লীগের নেত্রীর উপর উজ্জ্বল বাহীনির হামলা চালানো তারই অন্তরঙ্গ একজন কে আহত করা নিয়ে আশুলিয়া থানা যুব মহিলা লীগের নেত্রী শাহানাজ পারভীন শোভা প্রশাসনের দারাস্ত হলেও পাচ্ছেন না কোনো তদন্ত পর্যবেক্ষন পদক্ষেপ। উল্টো উজ্জ্বল বাহীনি দিয়ে যাচ্ছেন বিভিন্ন ভাবে হুমকি।
এদিকে উজ্জ্বল বাহীনির অশুভ তান্ডব লীলা বন্ধ হওয়ার কথা শুনে এলাকায় আনন্দের বন্যা বহন করছেন বলে মন্তব্য করেন একাধিক গণমাধ্যম কর্মীরা। সন্ত্রাসী উজ্জলের পতন দেখতে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষ শিশু বৃদ্ধারাও আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। উজ্জল বাহীনি নিজেদের কুকর্ম ঢাকতে দলীয় নেতাকর্মীদের পায়ে হাতে ধরেও রক্ষা মিলছেনা বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি।
শাহানাজ পারভীন শোভা বলেন পয়সার বিনিময়ে অসাধু সাংবাদিকেরা সত্যটাকে সরিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা আবিষ্কার করে সন্ত্রাসী উজ্জলের পক্ষে একের পর এক প্রতিবাদ দিয়ে যাচ্ছেন যেটা বড়ই বেমানান।
এলাকার ময়মুরুব্বি শিশু বৃদ্ধারাও সন্ত্রাসী উজ্জল বাহীনির পতন চায় এলাকার সকল শ্রেনী পেশার জনগন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে আর কোনো উজ্জ্বল লীগ দেখতে চায়না।গোটা আশুলিয়া বাসী উজ্জ্বলের অপকর্মের বিচার চায় প্রকাশ্যে দিবালোকে যুব মহিলা লীগের নেত্রীর উপর হামলার বিচার চায়। উজ্জ্বলের বিরুদ্ধে তদন্ত পর্যবেক্ষন করলে কেঁচো খুঁড়তে শাপ বাহির হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন এলকাবাসী। অনতি বিলম্বে সঠিক তদন্ত পর্যবেক্ষন করে দুষ্কৃত সন্ত্রাসী উজ্জলের দৃষ্টান্ত মূলক সাস্তির জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।