নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের পাহাড়তলী ইসুলুঘোনার এলাকায় ছৈয়দ আলম প্রকাশ বিডিআর ছৈয়দ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কুপিয়ে আহত করা হয়েছে ছেলে মানিকুর রহমান জুয়েল (২৫)সহ দুইজনকে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর।
স্থানীয়রা জানিয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী ও প্রতিপক্ষ মোঃ হোসেনের পুত্র আলমগীর, আলমগীরের শ্যালক জলিল, ফরিদের পুত্র জাহাঙ্গীর মিলে আকস্মিক ছৈয়দ আলম প্রকাশ বিডিআর ছৈয়দ ও তার পুত্র জুয়েলসহ আরো একজনকে কুপাঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে উপ-পরিদর্শক মোহাম্মদ আরিফের নেতৃত্বে একদল পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সৈয়দ আলম প্রকাশ বিডিআর ছৈয়দক মারা যান। পুত্র জুয়েলের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর পূর্ব শত্রুতার জের ধরে হামলা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছেন।
তিনি জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা রাখা হয়েছে। আহতের চিকিৎসা চলছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।