মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালীর উপজেলার অন্তর্গত মাতারবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আবদু রব ও সংরক্ষিত মহিলা আসন ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ছকুন তাজ ও তার স্বামী পল্লী চিকিৎসক আতিক কতৃক বিচারের নামে মধ্যযুগীয় কায়দায় পৈশাচিক নির্যাতনের স্বীকার স্থানীয় যুবক।
স্থানীয় সূত্রে জানাযায়ঃ-গত ১৫ এপ্রিল মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর সিকদার পাড়া গ্রামের মৃত হরত আলীর পুত্র মোক্তার হোছাইনের সাথে তার ছোট ভাই কামাল হোছাইনের সাথে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়।
উক্ত বিরোধ সমধানের জন্য স্থানীয় মাতারবাড়ী পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন।
পরে স্থানীয় ১ নং ওয়ার্ডের মেম্বার আবদু রব, সংরক্ষিত আসন ১.২.৩ নং ওয়ার্ডরের মহিলা মেম্বার ছকুন তাজ ও তার স্বামী পল্লী চিকিৎসক আতিক পুলিশ ক্যাম্প থেকে অভিযোগ তুলে নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
সমাধানের লক্ষ্যে ১৭ এপ্রিল স্থানীয় ভাবে সালিশের বৈটক বসে। স্থানীয় সালিশে মোক্তার হোছাইন তার মাকে অসামাজিক গালাগাল করেন বলে অভিযোগ করেন তার ছোট ভাই কামাল।
উক্ত বিষয়ে ক্ষিপ্ত হয়ে ১ নং ওয়ার্ডের মেম্বার আবদু রব,সংরক্ষিত আসন ১.২.৩ নং ওয়ার্ডরের মহিলা মেম্বার ছকুন তাজ ও তার স্বামী পল্লী চিকিৎসক আতিক কতৃক মোক্তারকে মধ্যযুগীয় কায়দায় পৈশাচিক শারীরিক নির্যাতন করে মারত্বক ভাবে আঘাত করেন।
নির্যাতনের স্বীকার মোক্তার হোছাইন জানানঃ-উক্ত জনপ্রতিনিধিরা একতরফা বিচার করে মধ্যযুগীয় কায়দায় পৈশাচিক
শারীরিক নির্যাতন করে আমাকে মারত্বক ভাবে আঘাত করেন। তিনি একজন দিনমজুর,তার পরিবারে একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি,তাকে শারিরীক এরকম ভাবে নির্যাতন করায় এই দূর্যোগপূর্ন অবস্থায় তার পরিবারের মানবতার জীবনযাপন করতেছেন। তিনি এই ঘটনার সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে সু-বিচার কামনা করেন।
বর্তমানে তিনি মানবেতর জীবন যাপন করছে বলে জানান।
উক্ত বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে সংযোগ না পাওয়ার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।