নিজস্ব প্রতিবেদক
গত শুক্রবার , ৮ মে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার পাহাড়ি প্রায় ৩ একর বনভূমির জমি জবরদখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৩ জন আহত হয়েছেন।স্থানীয়রা
আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন। সৈয়দ উল্লাহ ৬০, আনসার উল্লাহ ২২,
জাহান আরা ৪৫।
এই ঘটনায়
ছৈয়দ উল্লাহ (৬০) বাদী হয়ে
:
মো:ইব্রাহিম (৪৮) মোঃ ইয়াছিন(৩৫) আব্দুর রহমান(২১) সাইফুল ইসলাম(১৯) সহ
৪ জনের বিরুদ্ধে
উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে ইনানী এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উখিয়া থানায় দায়েরকৃত এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইনানী এলাকার বন ভূমির জায়গাতে গাছ কেটে জায়গা দখলে নেয়া কে কেন্দ্র করে শুক্রবার সকালে
দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আহত সৈয়দ উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে আমার দখলের বনভূমির জায়গাটি ভোগদখল করে আসছি হঠাৎ করে ইব্রাহিম কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমার ২০ বছরের দখলীয় জায়গাটি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে অসংখ্য গাছপালা কেটে ফেলে । তখন আমি বাধা দিলে আমি ও আমার ছেলের উপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায় তারা।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, সংঘর্ষের
ঘটনায় সৈয়দ উল্লাহ বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।