মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জুন রাতে বড় মহেশখালী নতুন বাজার থেকে হত্যা মামলার পলাতক আসামী সোনা মিয়া(৩৫)
গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানা সূত্রে জানাযায়ঃ-
মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর এর নেতৃত্বে এস আই উদয় পাল,এস আই খোকন চন্দ্র দাশ, এএসআই বাসুদেব,এএসআই জহির ও সঙ্গীয় ফোর্সসহ বড় মহেশখালী নতুন বাজার এলাকায় ১০ জুন বুধবার রাতে অভিযান ছালিয়ে মহেশখালী থানার মামলা নং -১২, ধারা – ৩০২/৩৪ দঃবিঃ উক্ত মামলার আসামি সোনা মিয়া(৩৫), পিতা-মোহাম্মদ আলী, সাং-রাজুয়ার ঘোনা,হোয়ানক,থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার ‘কে গ্রেপ্তার করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।