কক্সবাজার প্রতিনিধি
৩৮তম বিসিএস পরীক্ষার প্রকাশিত রেজাল্টে ১০০তম মেধা তালিকায় স্থান করে নিয়েছে কক্সবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক এড.আবুল কালাম আজাদ ছেলে আলাউদ্দিন কাদের সাইমুন।
মঙ্গলবার ৩০জুন ৩৮তম বিসিএস পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে এবার ৩৮তম বিসিএস পরীক্ষার রেজাল্টে ৮৭০০জনের মধ্যে সুপারিশ প্রাপ্ত হয়েছেন ২২০৪জন প্রার্থী।সেখানে সরকারি কর্ম কমিশনের সুপারিশে প্রশাসন ক্যাডারে উত্তীন ১০০তম মেধা তালিকায় স্থান প্রাপ্তদের মধ্যে নাম এসেছে আলাউদ্দিন কাদের সাইমুনের।
বিষয়টি নিশ্চিত করেছে আলাউদ্দিন কাদের সাইমুন পিতা, এড.আবুল কালাম আজাদ।
তিনি বলেন, সাইমুন ছোটকাল থেকে মেধাবী থাকায় তাকে নিয়ে আমি এবং তার মা স্বপ্ন দেখতে শুরু করি।সে অনুযায়ী তাকে পড়ানোর চেষ্টা করেছি। সেই স্বপ্ন এখন বাস্তব হতে চলছে। তিনি সবার কাছে তার ছেলের জন্য দোয়া চেয়েছেন।
আলাউদ্দিন কাদের সাইমুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর মেরিন এর ছাত্র,সে কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুল এর ২০০৯ ব্যাচ এর মেধাবী শিক্ষার্থী ছিলেন।