মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালী উপজেলার অন্তর্গত শাপলাপুর ইউপিস্থ বড় বাজারে
মুদি ব্যবসায়ী কতৃক ক্রেতার উপরে সন্ত্রাসী কায়দায় ছুরির আঘাতে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে।
শাপলাপুর বড় বাজারের ব্যবসায়ী মােঃ আবছার ও মকছুদের বিরুদ্ধে।
রক্তাক্ত আহত ক্রেতার হলেন,শাপলাপুর সচিমার পাড়া এলাকার মোহাম্মদ ফরিদের পুত্র আরিফুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে ২৮ জুন রবিবার বিকাল অনুমান ৪.০০ ঘটিকা সময়।
স্থানীয় সূত্রে জানাযায়ঃ-মকছুদের মুদির দোকানে ক্রেতার আরিফুল ইসলাম
এক প্যাকেট কটন বাট দিতে বলিলে মুদি ব্যবসায়ী মকছুদ কটন দিতে দেরি করিলে
ক্রেতার তাড়াতাড়ি দেওয়ার জন্য তাগিদ দিলে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে ব্যবসায়ী আবছার দোকান হইতে ছুরি নিয়া ক্রেতার আরিফুল ইসলামকে গুরুতর রক্তাক্ত জখম করে।
স্থানীয় লােকজনেরা তাকে উদ্ধার মহেশখালী হাসপাতালে নিয়া আসে চিকিৎসার ব্যবস্থা করে ।
মুদি ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতিপূর্বে ক্রেতাদের কে হাতাহাতি সহ লাঞ্ছিত করার অনেক অভিযোগ আছে বলে স্থানীয় সূত্রে প্রকাশ।
উক্ত বিষয়ে মহেশখালী থানায় লিখিত এজাহার দায়ের করার প্রস্তুতি চলছে
বলে আহতর পারিবারিক সূত্রে জানাযায়।
উক্ত বিষয়ে মহেশখালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জানানঃ- লিখিত এজাহার পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।