মহেশখালীতে মুক্তিযোদ্ধার সন্তান হত্যাকারীদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধা পরিবার!
মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালীতে মুক্তিযোদ্ধার সন্তান রুবেল হত্যাকারীদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধা পরিবার।
ছরম নিরাপত্তাহীনতায় ভুগছে মহেশখালীর বীর মুক্তিযোদ্ধা আবু জাফর ছিদ্দিকীর পরিবার। আবু জাফরের বড় ছেলে মনোয়ার কাইছার সিদ্দিকী রুবেল হত্যার ৮ দিন অতিবাহিত হলেও এখনো গ্রেপ্তার হয়নি মূল আসামী।
উল্টো আসামীদের হুমকির মুখে বড় মহেশখালী জাগিরাঘোনায় নিজ বাড়ি থেকে সরে কালারমারছড়া ইউনিয়নে বসবাস করছে ভুক্তভোগী পরিবারটি।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়ঃ-
বাড়ির চলাচলের রাস্তা সংক্রান্ত বিষয়ে গত ২৪ জুন সন্ধ্যায় নিজ বাড়িতে প্রতিপক্ষের লোকজনের হাতে আহত হয়ে পরের দিন ২৫ জুন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা আবু জাফর ছিদ্দিকির বড় ছেলে মনোয়ার কাইছার সিদ্দিকী রুবেলের মৃত্যু হয়।
পরে নিহতের ছোট ভাই কক্সবাজার জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ সরওয়ার কায়সার সোহেল বাদী হয়ে ঘাতক মোঃসিরাজ,আলম পাশা, মোঃ নাছির, জাহাঙ্গীর আলম, শাহ আলম, আবু বক্কর, মোঃ রাশেদ সহ মোট ১৬ জনকে আসামী করে মহেশখালী থানায় হত্যা মামলা দায়ের করে।
যার মামলা নং-১৮।
নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা আবু জাফর ছিদ্দিকী জানানঃ-
পুত্র হত্যার ৮ দিন গত হয়েগেলেও মূল আসামীদের গ্রেপ্তার করেনি পুলিশ।
উল্টো ২৭ জুন মোটর সাইকেল নিয়ে খুনিরা আমার বাড়িতে এসে মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে গেছে।
আসামীদের হুমকির মুখে বর্তমানে পরিবার পরিজন নিয়ে কালারমারছড়া ইউনিয়নে বসবাস করছি।
মামলার বাদী সোহেল জানানঃ-
ঘটনার পর থেকে আসামীরা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করছে এবং হুম দিচ্ছে।
আসামীরা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী এবং প্রভাবশালী হওয়ায় পরিবার নিয়ে হুমকিতে আছি।
এই ব্যাপারে মহেশখালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জানানঃ-
রুবেল হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে।