মোহাম্মদ আবুতাহের মহেশখালী
“আসুন সবাই অসৎ সঙ্গ ছাড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে মহেশখালী কুতুবজোমে মাদক বিরোধী মানববন্ধন করেছে তাজিয়াকাটা স্টুডেন্ট সোসাইটি নামক একটি ছাত্র সংগঠন। এতে সংহতি প্রকাশ করেছে এলাকাবাসীও।
শনিবার (৪জুলাই) উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার অসামাজিক কার্যকলাপ ইয়াবা, মদ, জুয়া, গাজা ইত্যাদি মাদকদ্রব্য বিক্রি ও সেবনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্যই এ মানবন্ধনের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
মানববন্ধনে বক্তারা বলেনঃ-
করোনাকালীন এই সময়ে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের চরাঞ্চল সমূহ মাদকের আঁকড়ায় পরিণত হয়েছে।
সাগর পথে মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট এনে পুরো দ্বীপে তা সরবরাহ করে দ্বীপাঞ্চলের যুব সমাজকে নষ্ট করছে কয়েকটি শক্তিশালী মাদক সিন্ডিকেট। ইতিমধ্যে এলাকাবাসী কুতুবজোম চরপাড়া থেকে মায়ানমারের নাগরিক সহ ট্রলার আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা ইয়াবা সিন্ডিকেটের সদস্য বলেও জানা যায়।
সন্ধ্যা থেকে গভীর রাত অবদি এলাকার চরাঞ্চলের বিভিন্ন পয়েন্টে চলে ইয়াবা, মদ, জুয়া সহ গাজার আসর। এতে করে দিন দিন এলাকার আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। প্রতিযোগীতা মূলক এই সময়ে এলাকার উঠতি যুব সমাজকে রক্ষা করতে মাদক নির্মূল করার জন্য ছাত্র সমাজ ও এলাকাবাসী একতাবদ্ধ হয়ে আইনের সহযোগীতা কামনা করেছে। তারা আরো জানায়, প্রশাসনের সহযোগীতা পেলে এলাকা থেকে মাদকের আঁকড়া স্বমূলে ধ্বংস করা সম্ভব হবে। তাই তারা থানা পুলিশের সহযোগীতা চেয়েছেন।
অন্যান্যদের মাঝে মানববন্ধনে বক্তব্য রাখেন- ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমীন শরীফ, ওয়ার্ড যুবলীগের সভাপতি আলা উদ্দীন, তাজিয়াকাটা স্টুডেন্ট সোসাইটির সভাপতি এবাদুল হক, আনসার কমান্ডার মো হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনসারুল করিম, তাজিয়াকাটা জেলে মাঝি সমিতি সভাপতি কবির আহমদ, তাজিয়াকাটা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক খাইরুল আমিন, কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর, তাজিয়াকাটা স্টুডেন্ট সোসাইটির অর্থ সম্পাদক মহিউদ্দীন ও ক্রীড়া সম্পাদক এবাদুল করিম।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে পুলিশের অভিযান চলমান।