মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস এর নেতৃত্বে ছদ্মবেশে হোয়ানক ইউনিয়নে পাহাড়ী এলাকায় বাংলা মদ উৎপাদন কেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ ও উৎপাদনের সরঞ্জাম সহ দুই জনকে আটক করেছে।
মহেশখালীর উপজেলার হোয়ানক এর পাহাড়ে অবস্থানরত অনেক দিনের পুরনো বাংলা মদের কারখানার সন্ধান পেয়েছে মহেশখালী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিত্বে মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস এর নেতৃত্বে পুলিশের একটি ইউনিট ছদ্মবেশে সকাল থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানাযায়ঃ-
পুলিশ লুঙ্গি পরে ছদ্দবেশে অভিযান চালায় দীর্ঘ তিন ঘন্টা পুলিশের শ্বাসরুদ্ধ অভিযান সফল হয়, বিপুল পরিমাণ চোলাই মদ ছোট-বড় দশটি কন্টেইনার, মদ তৈরি ব্যবহারিত মালামাল সহ আমান উল্লাহ ও আমির হোসন’কে আটক করে পুলিশ।
এদিকে পাহাড়ে গহিনে যাওয়ার জন্য মহেশখালী থানা হতে এসআই বোরহান ও এএসআই জহিরের একটি টিম এসে সংযুক্ত হন।
উক্ত বিষয়ে মহেশখালী থানার অফিসার(ওসি) দিদারুল ফেরদৌস জানান, মাদক ব্যবসায়ি মহেশখালীর পাহাড়ে নয় মাটির ভিতরে লুকিয়ে থাকলেও তাদের খুজে বের করবে পুলিশ।
প্রতিটি ইউনিয়নে আলাদা টিম অভিযান চালাবে মাদকের বিরুদ্ধে।