নিজস্ব প্রতিবেদক কক্সবাজার
কক্সবাজারের শহরের পাহাড়তলী এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির একটি টিম। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় পাহাড়তলীর বৌবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন শহর পুলিশ ফাঁড়ির এএসআই ফিরোজ আলম। তার সঙ্গে ছিলেন এএসআই ধীমন বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।
আটকরা হলেন, পুর্ব লাইট হাউজ পাড়ার মোহাম্মদ ইসমাঈলের ছেলে মোহাম্মদ হোসেনের (৩৫) ও পাতের ঘোনার মৃত নুরুল কবিরের ছেলে মোহাম্মদ রাসেল (২১)।
অভিযানে নেতৃত্ব দেয়া শহর পুলিশ ফাঁড়ির এএসআই ফিরোজ আলম বলেন, ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াসিনের নির্দেশে উক্ত স্থানে অভিযান পরিচালনা করি। আটক দুইজনের গতিবিধি সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করে এসব ইয়াবা পাওয়া যায়।