মোহাম্মদ আবু তাহের মহেশখালী প্রতিনিধি
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদ সহ জাহেদ নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার হওয়া জাহেদ গোরকঘাটা এলাকার মৃত আমান উল্লাহ সিকদারের পুত্র।
মহেশখালী থানা সূত্রে জানাযায়ঃ-
গোপন সংবাদের ভিত্তিতে ০৯ জুলাই দুপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা বাজার থেকে ৩০ লিটার চোলাই মদ সহ জাহেদ নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস গ্রেপ্তারে বিষয়ে সত্যয়তা
নিশ্চিত করে বলেন,জাহেদের বিরুদ্ধে মহেশখালী থানায় একাদিক মামলা রয়েছে। পুনরায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।