মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালী থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান চোলাই মদ ও উৎপাদনের সরঞ্জাম সহ ৩ জনকে অাটক করেছে।
মহেশখালী হোয়ানক ইউনিয়নের বড়ছড়া হিন্দুপাড়া পাহাড়ী এলাকায় মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট ১০ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে মদের আস্তানা অভিযান চালিয়ে বিপুলপরিমাণ চোলাই মদ ও মদ উৎপাদনের সরঞ্জাম,১ নারী সহ ৩ জন কে আটক করেছে।
অাটক কৃতরা হলেনঃ- হোয়ানক ইউনিয়নের বড়ছড়া মগপাড়ার এলাকার তেজেন্দ্রর পুত্র তুফান চন্দ্র ঘোষ,তার স্ত্রী জানকি ঘোষ ও তুফানের পুত্র কালাবাশি ঘোষ।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস আটকের বিষয়ে সত্যয়তা
নিশ্চিত করে বলেন,দ্রুত সময়ে অারো বড় অভিযান হবে,মাদক কারবারীদের ধৃত করতে।কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।