মোহাম্মদ আবুতাহের মহেশখালী
ডিজিটাল আইল্যান্ড মহেশখালী উপজেলার অন্তর্গত মহেশখালী থানা পুলিশের উদ্যোগে মহেশখালীর বিভিন্ন
এলাকায় চলমান মাদকবিরােধী অভিযানে গত ৮ দিনে পুলিশ ৪৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
এ সময় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মহেশখালী থানায় ২২ টি মামলা করে।
মহেশখালী থানায় নব-নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মােহাম্মদ দিদারুল ফেরদাউস এই তথ্য জানিয়েছেন ।
তিনি বলেন,ডিজিটাল আইল্যান্ড মহেশখালী’কে
মাদকমুক্ত করার লক্ষ্যে গত ৫ জুলাই থেকে মাদকবিরােধী বিশেষ অভিযানে নামে পুলিশ।
এতে দফায় দফায় এলাকায় অভিযান চলে।
বিশেষ করে বুধবার সকালে উপজেলার পানিরছাড়ার পূর্ব পাশে পাহাড়ি এলাকায় মদের কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ছাড়া মহেশখালী পৌরসভা,ছােট মহেশখালী,বড় মহেশখালী,শাপলাপুর,হােয়ানক,কুতুবজোম,কালারমারছড়া,মাতারবাড়ী এলাকায় পুলিশ অভিযান চালায়।
মহেশখালী থানায় নব-নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মােহাম্মদ দিদারুল ফেরদাউস মহেশখালীতে চলমান মাদকবিরোধী অভিযানে সকলের অন্তরিক সহযোগীতা
কামনা করেন।