জাহাঙ্গীর আলম ইনানী
উখিয়া ইনানীর মোঃ শফির বিল এলাকা তে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ১৬ জুলাই সকাল দশটার দিকে
এই অভিযান চালানো হয়।
এই বিষয়ে ইনানী কোস্টগার্ড ফাঁড়ির ইনচার্জ রুবেল বড়ুয়া জানান সরকারী ভাবে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষেধ থাকলেও এই জেলেরা সরকারি নির্দেশনা কে অমান্য করে সাগরে মাছ ধরতে যায় কিছু লোভী জেলেরা,
তখন সাগরগামী কিছু নৌকা থেকে এসব কারেন্ট জাল জব্দ করে, পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন ইনানী কোস্টগার্ড ফাঁড়ির ইনচার্জ