মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালী পৌরসভাস্থ ০৯নং ওয়ার্ড চরপাড়া এলাকায় শাহ জালাল উদ্দিন
(২৫) নামে এক ব্যবসায়ী’কে চুরি আঘাতে খুন করা হয়েছে।
২১ জুলাই দিবাগত রাত অনুমান ১.০০ ঘটিকার সময় নিজ দোকান ঘরে অজ্ঞাত ব্যক্তিদের হাতে খুন হয়েছেন জালাল উদ্দিন নামে এক ব্যবসায়ী।
নিহত জালাল উদ্দিন মহেশখালী পৌরসভাধীন ৯ নং ওয়ার্ড চরপাড়া এলাকার আদর্শ গ্রামের বাসিন্দা ফোরকান আহম্মদ প্রকাশ বাসিন্নার পুত্র।
নিহতর বড় ভাই জাহেদ বলেন রাতের আধারে কে বা কারা আমার ভাইকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী কুপিয়ে নির্মম ভাবে খুন করেছেন
এখনো সন্ধান পাওয়া যায়নি।
খুনের বিষয়টি এলাকা বাসীকে ভাবিয়ে তুলেছে। দোকানে প্রবেশ করে খুন!
নিশ্চয় পূর্ব পরিচিত হতে পারে!
তদন্তে বেরিয়ে আসুক হত্যার মুল কারণ।
খুনের ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ দিদারুল ফেরদৌসের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট।
খুনের ঘটনায় সন্ধেহে জিজ্ঞেসা বাদের জন্য এক জনকে আটক করা হয়েছে।
উক্তবিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ফেরদৌস বলেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তদন্ত সাপেক্ষে খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।