মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালী থানা পুলিশের অভিযানে ২১ জুলাই গভীররাতে বড় মহেশখালী ইউপিস্থ ফকিরাঘোনা এলাকা থেকে রহিম নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
এসময় ৩টি বন্দুক উদ্ধার করা হয়েছে।
রহিম ফকিরাঘোনা গ্রামের আনছুর আলী পাড়ার আবু ছৈয়দের পুত্র।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)
মোঃ দিদারুল ফেরদৌস জানানঃ-
মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় মহেশখালী ইউপিস্থ ফকিরাঘোনা এলাকায় থেকে রহিম নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
পরে ঘরের মেঝের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় দুটি লম্বা বন্দুক এবং একটি এলজি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানাযায়ঃ-
রহিম দীঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল।
তার ভয়ে এলাকার নিরীহ লোকজন প্রতিবাদ করার সাহস পায় না।
তাকে আটকে সংবাদ এলাকায় প্রকাশ পাইলে স্থানীয় লোকজন স্বস্তির নিশ্বাস ফেলে।