নিজস্ব প্রতিবেদক
আর্থিক সাহায্যর আবেদন, আসুন একজন অসহায়কে বাঁচাতে সহায়তা করি-
ছবির ছেলেটার নাম: রিয়াজ উদ্দিন।
পিতা: গিয়াস উদ্দিন।
ঠিকানা: বাক্কুম পাড়া, খুটাখালী , চকরিয়া।
সে ঝুকিপূর্ণ কাজ করতে গিয়ে সিমেন্টের বস্তা কাঁদে নিয়ে হোঁচট খেয়ে সিমেন্ট সহ পড়ে যায়।
তার ওজন ছিল ৩০ কেজি এবং বস্তার ওজন ৫০ কেজি। ফলে তার গলার পিছনের রক চিরে যায়।রোগীকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ওখান থেকে সম্ভব হবে না বলে জবাব দেন। তারপর খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নতমানের চিকিৎসা করার জন্যে পরামর্শ দেন। পরে চট্রগ্রাম মেডিক্যাল এ ভর্তি জন্যে নিয়ে গেলে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালের ঠিকানা দেয়। এ রোগীকে বাঁচাতে হলে অপারেশন করতে হবে।
যেখানে অনেক টাকার প্রয়োজন। ওর আর্থিক অবস্থা খুবই খারাপ। এমতাবস্থায় আপনাদের সকলের সাহায্য একান্ত কাম্য। অন্যতায় ছেলেটিকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। বিত্তবানদের প্রতি আমার অনুরোধ ছেলেটিকে বাঁচাতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
01864631389
01828434991
সরাসরি বিকাশে টাকা পাঠাতে চাইলে নিচের নাম্বারে পাঠাতে পারেন। 01768302062