মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালী উপজেলার আলােচিত মাদক সম্রাট কুতুবজোম ইউপিস্থ তাজিয়া কাটার বাসিন্দা গােলাপ শাহ কে ইয়াবা , অস্ত্র ও গুলি সহ আটক করেছে পুলিশ।
২৫ শে জুলাই গভীর রাতে কুতুবজোম তাজিয়াকাটাস্থ তার আস্তনা থেকে তাকে আটক করা হয়।
এই সময় তার আস্তানায় পুলিশ অভিযান চালিয়ে ১টি লম্বা বন্দুক,১টি কাটা বন্দুক , একটি লম্বা কিরিচ,১ শ পিচ ইয়াবা উদ্ধার করে।
মহেশখালী থানা সূত্রে জানাযায়ঃ-
আলােচিত গােলাপ শাহ কুতুবজোমের মাদকের গড় ফাদার হিসাবে পরিচিত তার বিরুদ্ধে মহেশখালী থানায় অর্ধ ডজন মামলা রয়েছে ।
অপর দিকে রাতেই মহেশখালী থানা পুলিশের একটি দল বড় মহেশখালী থেকে সাদ্দাম নামেএক ব্যক্তিকে আটক করে,এসময় তার দেহ তল্লাশী করে ৬৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
সাদ্দাম বড় মহেশখালী ইউপিস্থ ফকিরাঘোনা এলাকার মৃত নুরুল কবিরের পুত্র।
থানা সূত্রে জানাযায়ঃ- আটক কৃত সাদ্দামের বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকের মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়ঃ-
উক্ত আসামীরা দীঘদিন যাবত মাদক ও অস্ত্র সাথে সম্পৃক্ততা ছিল।
তাদের ভয়ে এলাকার নিরীহ লোকজন প্রতিবাদ করার সাহস পায় না।
আসামীকে আটকে সংবাদ এলাকায় প্রকাশ পাইলে স্থানীয় লোকজন স্বস্তির নিশ্বাস ফেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ দিদারুল ফেরদৌস জানানঃ-
আটক কৃতরা মাদকের সাথে সম্পৃক্ততা ছিল,তাদের বিরোদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে ।