কামাল শিশির, রামু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার রামুর ঈদগড় বড়বিল কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
‘মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ এ প্রতিপাদ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে ক্লিনিকের কমিউনিটি গ্রুপ সদস্যরা বড়বিল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এস এম রাজুর নেতৃত্বে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
২৫ জুলাই বিকাল ৩টায় বড়বিল কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো।
প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ সহকারী নাজমা খানম, পুষ্টি কর্মি ফাতেমা জিন্নাত ময়না, সিজি সদস্য আমানুল হক প্রমুখ।