মোহাম্মদ আবুতাহের মহেশখালী
আজ ০৩আগস্ট সকালে বাংলাদেশ নৌবাহিনী’কে সাথে নিয়ে ডিজিটাল আইল্যান্ড মহেশখালী উপজেলার
গোরকঘাটা,জেটি ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা
করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা।
এ সময় ০৩ জন স্পীড বোট ড্রাইভার’কে ০৮ জনের অধিক যাত্রী তোলার দায়ে এবং ২ জন যাত্রীকে মাস্ক না পরার দায়ে মোট ০৫টি মামলায় মোট ২,৩০০/- (দুই হাজার তিন শত টাকা মাত্র) জরিমানা করা হয়।