শ.ম.গফুর,উখিয়া
কক্সবাজারের র উখিয়া উপজেলার কুতুপালংয়ের বাংলাদেশ টেলিভিশন রিলে উপকেন্দ্রের সামনে অভিযান পরিচালনা করে ১১ হাজার পিস ইয়াবাসহ ১ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব-১৫।
তথ্যসূত্রে জানা গেছে , র্যাব-১৫, কক্সবাজার জানতে পারেন কতিপয় মাদক ব্যবসায়ী উখিয়ার কুতুপালংয়ে বাংলাদেশ টেলিভিশন রিলে উপকেন্দ্রের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার পশ্চিম পার্শ্বে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ৯ সেপ্টেম্বর দুপুর আনুমানিক সাড়ে ৩ টায় উপরোক্ত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক সিরাজুল মোস্তফা (২২), পিতা-নুর আলম, মাতা-জরিনা বেগম সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-১ ব্লক নং- উ৪/ নিউ এফ, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে ধৃত করে।
আসামীকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, তার ডান হাতে থাকা কালো পলিথিনের ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর ডান হাতে থাকা কালো রংয়ের পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১১ ্জার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক পঞ্চান্ন লাখ টাকা প্রায়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে