নিজস্ব প্রতিবেদক,উখিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত জন্মদিন ও দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, যুগ্ম সম্পাদক মোজাফ্ফর আহমদ সওদাগর, মুক্তিযোদ্ধা লীগের সভাপতি জাফর আলম চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসলাম, সাধারণ সম্পাদক ফজল করিম সিকদার, রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ মঞ্জুর, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মেম্ভার, সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল বড়ুয়া, অঙ্গসহযোগী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, উপজেলা তাঁতী লীগের সভাপতি হেলাল উদ্দিন, যুবলীগ নেতা এটিএম রশিদ, মাসুদ আমিন শাকিল, রাসেল উদ্দিন সুজন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনিসুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহদাৎ হোসেন জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা আমানত উল্লাহ সাকিব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলী লীগ নেতা নজির আহমদ চৌধুরী, জমির উদ্দিন, দিলীপ মল্লিক, যুবলীগ নেতা দিদারুল আমল, নুরুল আলম মাসুদ, আহসান উল্লাহ বাবর প্রমুখ সহ আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের শত-শত নেতাকর্মী।অনুষ্ঠানে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষ্যে কেক কাটা হয়।