সংবাদ দাতাঃ
দেশব্যাপী চলমান ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কক্সবাজার সদরের ঈদগাঁওতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ঈদগাঁও বাসষ্টেশন অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে।
সংগঠনগুলো হলো- বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনার’স সোসাইটি, ইসলামপুর ব্লাড ডোনার’স সোসাইটি,নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটি, মানব কল্যাণ ২ টাকার ফাউন্ডেশন কক্সবাজার, খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি, সোনালী লাইফ ব্লাড কল্যাণ পরিষদ, রামু ব্লাড ডোনার’স এসোসিয়েশন, খুরুশকুল ব্লাড ডোনার’স ব্যাংক, সেবা ব্লাড ডোনার’স সোসাইটি বাংলাদেশ, সেইভ দ্য ফিউচার, তারুণ্য সংসদ বাংলাদেশ, বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশন, সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন, বাইশারী ব্লাড ডোনেটিং ক্লাব, সিইএইচআরডিএফ, কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব, স্বপ্নবুনন।
এতে বক্তব্য রাখেন- দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ওসমান গণি ইলি, নারী নেত্রী সফিনা আজিম, আরো উপস্থিতি ছিলেন মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাহ থানা কমিটির সভাপতি সেফাইল উদ্দিন, সহ সভাপতি মোঃ শফিউল আজাদ,ঈদগাহ ছাত্রলীগ নেতা কাজি আবদুল্লাহ, বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনার’স সোসাইটি এডমিন আরাফাত সানি, খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি এডমিন আবদুল্লাহ আল মুরাদ, ওমর ফারুক, হুমাইয়ুন, রামু ব্লাড ডোনার’স এসোসিয়েশন এডমিন আজিজুর রহমান রাজু, তারুণ্য সংসদ বাংলাদেশ এডমিন এম এ সাঈদ, সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের নুরুল আবছার, আজিজুর রহমান রাজু।