শহিদুল করিম শহিদঃ কক্সবাজার
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ
কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে
কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ৩ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে মোহাম্মদ কায়সার লাদেনের
সভাপতিত্বে দোয়া মাহফিল ও
আলোচনা
সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর.মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক
সম্পাদক
ইমদাদুল হক ইমদাদ, অনুষ্ঠানের প্রথমার্ধে ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে
বিনম্র
শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধান বক্তা ইমদাদুল হক ইমদাদ বলেন, ১৯৫২ সালেরভাষা আন্দোলন ঘিরে
আমাদের মধ্যে ছিল ৭১ এর মুক্তিযুদ্ধ ঠিক তেমনি ১৯৭৫ এর ১৫ আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর ঘাতকরা থেমে
থাকেননি
আমাদের জাতির শ্রেষ্ঠ অলংকার জাতীয় চার নেতাকে মিথ্যা মামলা দিয়ে ৩রা নভেম্বর কেন্দ্রীয় জেল খানায় নির্মমভাবে হত্যা করে এক ঘৃন্যতম ইতিহাস সৃষ্টি করে।
৩রা নভেম্বর জেল হত্যা দিবস সৃষ্টি
করেন।
জাতীয় চারনেতা নিশ্চিত মৃত্যু জেনে মৃত্যু বরণ করেন কিন্তু বঙ্গবন্ধু ও
সাড়ে সাত
কোটি মানুষের স্বার্থ খর্ব করেননি দু:খের বিষয় সেই ১৯৭১ সাল থেকে
এ পর্যন্ত যে সকল সরকার
বাংলাদেশে
গঠিত হয়েছে তারা এক প্রকারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আদৌপর্যন্ত জাতীয় চার নেতাকে নির্মোহ গবেষণায় ব্যর্থ হয়েছেন।এটা নেতৃত্বে দারিদ্রতা নয় কি?
আমাদের মূল কথা হচ্ছে কারো সাথে বিদ্বেশ
নয় দলমত , ধর্ম, বর্ণ, গহোত্র নির্বিশেষে
সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে
বাংলাদেশ আওয়ামীলীগ এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার
লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ তথা বিশ্বের বেশ কিছু দেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত
রয়েছে।
সভায় বঙ্গবন্ধু স্বপরিবার ও ১৯৭৫ সালের ৩রা নভেম্বরের জেল হত্যায় যে সকল
বাংলাদেশের নেতৃত্ব শহীদ হয়েছে, তাদের সকলের আত্নার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন. কক্সবাজার সেন্ট্রাল হিউম্যান
কো-অপারেটিভ সোসাইটি লি: চেয়ারম্যান ফাতেমা আংকিজ ডেইজি,
বিশেষ অথিতি
কক্সবাজার সনাতনী বিদ্যার্থী সংসদ SVS কক্সবাজার জেলা আহ্বায়ক , শক্তি কক্সবাজারের চেয়ারম্যান ও
সেক্টরকমান্ডারস ফোরামের সাংগঠনিক
সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক উজ্জ্বল সেন,
মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাংবাদিক শহিদুল করিম শহিদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ রাকিব, যুগ্ন সম্পাদক কক্সবাজার জেলা কমিটি
অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন রিয়াজ উদ্দিন মিশুক, সাংগঠনিক
সম্পাদক,
কক্সবাজার জেলা কমিটি।পরিষদের সাবেক সহ সভাপতি জাফর
সিকদার ও কক্সবাজার জেলার গণ্যমান্য
ব্যক্তিবর্গ বৃন্দ।