1. shahalom.socio@gmail.com : admin :
  2. zahangiralam353@gmail.com : Channel Inani :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:০৫ অপরাহ্ন

রামুতে ইমামের মারধরের শিকার মক্তব পড়ুয়া এক  ছাত্র 

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩৭৭ বার পড়া হয়েছে

 

কামাল শিশির, রামু

কক্সবাজার রামুর জেঠি রাস্তা জামে মসজিদের ইমামের মারধরে গুরতর আহত হয়েছেন মকতব পড়ুয়া ছাত্র তাহিনুর ইসলাম (৭)।
সে জেঠি রাস্তা গ্রাম এলাকার আবছার কামালের পুত্র।
নারী নেত্রি নয়ন মনি জানান, তাহার ছেলে আহত তাহিনুরকে জেঠির রাস্তা জামে মসজিদের ইমাম মোবরক হোসেন মকতবে আরবি পড়ার সময় হুজুরে ডাক শুনেনি বলে ১৬ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় মেরে মসজিদ থেকে ধাকা দিয়ে ফেলে দেয় ।

তখন বাচ্চাটি বেহুঁশ হয়ে পড়ে গেলেও একটু ধরে পযন্ত দেখেননি। এছাড়া তাকে কোন প্রকার চিকিৎস্যা না করে ফেলে রাখে। যা খুবই মর্মান্তিক। বর্তমানে আহত তাহিনুর চিকিৎস্যাধীন রয়েছে।
তিনি এ ব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
অভিযুক্ত হুজুরের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় বক্তব্য নেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com