নিজস্ব প্রতিবেদক,উখিয়া
কক্সবাজারের উখিয়ার জামতলী শরনার্থী ক্যাম্প থেকে মোঃ বাহাদুর (২৮) নামের মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা। এ সময় তাঁর হাতের পলিব্যাগ থেকে ১৪ শত পিস ইয়াবা উদ্ধার করেছে। সে পালংখালী বাগঘোনা বাজার এলাকার মোঃ জলিলের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বুধবার (১৮ নভেম্বর) সকালে খবরটি জানিয়েছেন।তিনি জানান, গতরাত দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
জামতলী আর্মড পুলিশ ক্যাম্প নং- ১৫ নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে প্রবেশ মুখে রাস্তায় অভিযানকারীদের দেখে পালানোর চেষ্টাকালে মোঃ বাহাদুর নামক ইয়াবা কারবারিকে আটক করা হয়।এ সময় তার ডান হাতে থাকা হ্যান্ড ব্যাগের ভিতরে ৭টি নীল রংয়ের পলিব্যাগে রক্ষিত ১৪শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, জোবায়ের নামক রোহিঙ্গা শরনার্থী থেকে ইয়াবাসমূহ ক্রয় করে জিসান (৩০) নামক এক ব্যক্তিকে বিক্রির জন্য নিচ্ছিল।
ক্রেতা জিসান বগুড়া জেলার জহির আহমদের ছেলে বলে জানিয়েছে আটক মাদক কারবারি।ধৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।