কামাল শিশির,রামু
কোভিট-১৯ নোভেল করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের আগমনের পূর্বে সবার মুখে মাস্ক নিশ্চিত করনে উপজেলা প্রশাসন রামুর অভিযান শুরু করা হয়েছে ।
২২ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার উদ্দিন।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সরওয়ার উদ্দিন বলেন: কোভিট-১৯ করোনা ভাইরাসে প্রাদুর্ভাব শুরু থেকে আমরা রামু উপজেলা প্রশাসন খুবই তৎপর ছিলাম, সেই ধারাবাহিকতা ও করোনা ভাইরাসের ২য় ধাপে যেন মারাত্মক আকার ধারন করতে না পারে,এবং সবার মুখে মাস্ক নিশ্চিত করনে আমাদের এই অভিযান পরিচালনা।
তিনি আরও বলেন, মাস্কবিহীন চলাচলের কারনে পথচারী, যাত্রী,দোকানদারসহ ৭ জনের কাছ থেকে বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়েছে।