মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালী থানা পুলিশের অভিযানে
মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের
৩ সদস্য গ্রেপ্তার,৩ তিনটি মোটরসাইকেল ২ টি মোবাইল উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোটরসাইকেল ছিনতাই কারীরা হলেন-
মােঃশফিকুল ইসলাম শফি(প্রকাশ)
শহিদুল শফিক (৩০) পিতা-জাকির হােসেন( প্রকাশ) জাকের, সাং- উত্তর হারবাং, কুরবানিয়াঘােনা,থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
মিজানুর রহমান প্রকাশ জাহাঙ্গীর (৪২) পিতা-মােঃ গিয়াস উদ্দিন, সাং-খান্দগাও, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ। এ/পি সাং ষাটমারা রহিমাবদ (শুশুর বাড়ী) থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।
মাে:নাছির উদ্দিন (৩৩) পিতা-মৃত জাকির হােসেন, সাং-লায়লাঘােনা,সাতঘরপাড়া, থানা-মহেশখালী,বলে জানাগেছে।
মহেশখালী থানা সূত্রে জানা যায়ঃ
মােঃ হাসানুজ্জামান পুলিশ সুপার কক্সবাজারের জেলা নির্দেশে মােঃ জাহিদুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার, মহেশখালী সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে,অফিসার ইনচার্জ মােঃ আব্দুল হাই এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মােঃ আশিক ইকবাল এর সহযােগিতায় এসআই(নিঃ)/এসআই মােঃ শাহাদাৎ, এসআই(নিঃ)/ এসআই মনিষ সরকার সঙ্গিয় অফিসার ও ফোর্স সহ মহেশখালী থানার মামলা নং-০২ তাং-০২/১১/২০২০খ্রিঃ ধারা-৩৯৪ পেনাল কোড এবং মহেশখালী থানার মামলা নং-১৬, তাং-২৫/১১/২০২০ খ্রিঃ ধারা-৩৯৪ পেনাল কোড মামলা দুটি তদন্ত কালে তথ্য প্রযুক্তি ব্যবহার করিয়া মামলার সহিত জড়িত আসামী মােঃ শফিকুল ইসলাম শফি ( প্রকাশ)শহিদুল শফিক (৩০) পিতা-জাকির হােসেন( প্রকাশ) জাকের,উত্তর হারবাং, কুরবানিয়াঘােনা, থানা-চকরিয়া।
মিজানুর রহমান প্রকাশ জাহাঙ্গীর (৪২) পিতা-মােঃ গিয়াস উদ্দিন, সাং-খান্দগাও, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ। এ/পি সাং ষাটমারা রহিমাবদ (শুশুর বাড়ী) থানা-মহেশখালী। মাে: নাছির উদ্দিন (৩৩) পিতা-মৃত জাকির হােসেন, সাং-লায়লাঘােনা, সাতঘরপাড়া, থানা-মহেশখালীকে মহেশখালী থানা, চকরিয়া থানা,লােহাগাড়াথানা এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া তাদের গ্রেফতার করে পুলিশ।
আসামী মােঃ শফিকুল ইসলাম শফি(প্রকাশ) শহিদুল শফিকের হেফাজত হইতে ছিনতাই হওয়া ১টি লাল রঙ্গের হিরাে মটর সাইকেল, আসামী মিজানুর রহমান প্রকাশ জাহাঙ্গীর হেফাজত হইতে ছিনতাই হওয়া ০১টি কালাে রঙ্গের ইয়ামাহা মটরসাইকেল এবং আসামী মাে: নাছির উদ্দিন এর হেফাজত হইতে ছিনতাই হওয়া ১টি স্মার্ট মােবাইল ফোন ও ১টি বাটন মােবাইল ফোনসহ আরো একটি লাল রঙের টিবিএস মোটরসাইকেল উদ্ধার করে।
স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানানঃ-গ্রেপ্তার কৃত মোটরসাইকেল ছিনতাইকারী দলের সদস্যরা এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ডাকাতি,ছিনতায় করিয়া আসিতেছিল
বলে জানায়।
এলাকার নিরহ লোক জন ভয়ে তার বিরোদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না,তাদের গ্রেপ্তারে সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ স্বস্তির নিস্বাস ফেলে।
উক্ত বিষয়ে মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল হাই সত্যতা নিশ্চিত করে জানান,উক্ত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পরে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উক্ত আসামীগন একই ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।