মোহাম্মদ আবুতাহের মহেশখালী
ডিজিটাল আইল্যান্ড মহেশখালীতে দীর্ঘদিন পর আবারাে মহেশখালী পুলিশের ধারাবাহিক অভিযান শুরু হয়েছে।
০৫ ডিসেম্বর (শনিবার)দিনব্যাপী পৃথক অভিযানে অস্ত্র মামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ ।
আটককৃতরা হলেনঃ- ছােট মহেশখালী ইউনিয়নের খালের উত্তর কুলের বাসিন্দা কালা মিয়ার পুত্র আনছারুল,মৃত রশিদের পুত্র মােঃ ছলিম,নুর মােহাম্মদ পুত্র ছালে জঙ্গি, হােয়ানক ইউনিয়নের মৃত উলা মিয়ার পুত্র (সাজাপ্রাপ্ত) আবদুল জলিল , মৃত আসরাফ মিয়ার পুত্র অস্ত্র মামলার আসামী বদি আলম,শাহ আলমের পুত্র মােজাম্মেল।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা ও সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অভিযােগে মামলার ওয়ারেন্ট রয়েছে বলে মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আবদুল হাই জানান ।
মহেশখালী থানার এস আই মুফিজুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে এসব অপরাধিদের গ্রেপ্তার করা হয় ।
পুলিশ সূত্রে জানা যায়ঃ- ডিজিটাল আইল্যান্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল দাগী অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
সেই ক্ষেত্রে আইল্যান্ড বাসীর
সার্বিক সহযােগিতায় প্রয়ােজন।