মোহাম্মদ আবুতাহের মহেশখালী
ত্রাণ ও পূর্নবাসন ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে
নব নির্মিত নতুন শিক্ষা ভবন মহেশখালী উপজেলার কুতুবজোম অফসোর হাইস্কুল পরিচালনা কমিটির নিকট আজ ১৩ ডিসেম্বর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনঃ- কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ অালহাজ্ব অাশেক উল্লাহ রফিক।
১কোটি ৯০লক্ষ টাকা ব্যায়ে বহুমূখী ঘূর্ণিঝড় অাশ্রয় কেন্দ্রটি প্রায় ৮শতাদিক লোক প্রাকৃতিক দূর্যোগে অাশ্রয় নিতে পারবে।
জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্টায় গ্রাম থেকে শহরে শিক্ষা বিস্তারে ব্যাপক বাজেট বাস্ত বায়ন করে অাসছে।
প্রতিটি বিদ্যালয় বিহিন গ্রামে বর্তমান সরকারী স্কুল প্রতিষ্টা করছেন।
কুতুবজোম অপসোর হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ-
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুর ইসলাম,কুতুবজোম ইউপি চেয়ারম্যান অালহাজ্ব মোশারফ হোসেন খোকন,উপজেলা অাওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ডাঃ অামিরুজ্জাম্মান অানজু, প্রবীণ অাওয়ামী লীগ নেতা বশির উল্লাহ খাঁন,কুতুবজোম
অাদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামদুল করিম,অফসোর হাইস্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেনঃ-অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য সাইফুল হক সিকদার,প্রভাষক এহেছানুল করিম,কুতুবজোম ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল অালম।
উপজেলা যুবলীগের যুগ্ন অাহবায়ক,২০২১ইং কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট
শেখ কামাল,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অারহাজ্ব মোহাম্মদ জালাল সওদাগর,ছৈয়দ কবির মেম্বার,নুর হোসেন,অালহাজ্ব এমদাদুল হক সিকদার, অাবু হাসান,দিলদার বেগম, সদস্য নুরুল অালম, নুরুল অামিন খোকা।
স্বাগত বক্তব্য রাখেনঃ-স্কুল শিক্ষক অামিনুল হক,
কুতুবজোম ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়া সিকদার,উপজেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ,উপজেলা অাওয়ামী লীগের সদস্য অাব্দুর রহিম।
পবিত্র আল কোরাঅান তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন স্কুল শিক্ষক মাওলানা অানচারুল করিম।
এই সময় অারো উপস্থিত ছিলেন অফসোর হাইস্কুল পরিচালনা কমিটির সদস্যবর্গ,স্কুল শিক্ষক, অভিভাবক,
ছাত্র-ছাত্রী,শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।