মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবজোম ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড খোন্দাকার পাড়ার এম ইউপি সদস্য রাহামত উল্লাহ মালিকাধিন এফ বি আবিদ নামে একটি ফিশিং ট্রলার ১৫ জন মাঝি মাল্লা নিয়ে গত ৭দিন ধরে বঙ্গব সাগরে নিঁখোজ রয়েছে।
ট্রলার মালিক তার ট্রলারটি খুঁজতে,উদ্ধার করতে বাংলাদেশ নৌ-বাহিনী,কোস্টগার্ড ও স্থানীয় জেলা প্রশাসক,উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংসদের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে নিঁখোজ জেলে পল্লীতে কান্নাররোল পড়েছে।
এব্যাপারে ট্রলার মালিক মহেশখালী থানায় একটি সাধারন ডাইরী দায়ের করেছে বলে জানান