কামাল শিশির,রামু
ঈদগড় -ঈদগাঁও সড়কের ধুমছাকাটা এলাকায় ২৪ ডিসেম্বর দুপুর ১২ টায় ট্রাক –সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে।
আহত ড্রাইভার আশরাফ উদ্দিন (২৭) ও যাত্রী নুসাইফা (৪) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছে।
জানা যায়, ঈদগাঁও থেকে সিএনজিটি ঈদগড় আসার পথে ধুমছাকাটা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি টি ধুমড়ে-মুছড়ে যায়।
এলাকাবাসী এবং স্থানীয় পুলিশ ফাঁড়ির নায়েক আল আমিনের নেতৃত্বে জনগণ এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত যাত্রী সৌরভ (১০)কে কক্সবাজার সদর হাসপাতালে, অপরাপর যাত্রী ড্রাইভার আশরাফ উদ্দিন ও নুসাইফা (৪)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিএনজি ও ট্রাকটি ঈদগড় পুলিশ ক্যাম্পে রয়েছে।