মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালী উপজেলার অন্তর্গত হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামে গত ৪ জানুয়ারী সকালে ময়লাযুক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থাকে কেন্দ্র করে প্রতিবেশি মহেন্দ্র লাল এর নেতৃত্বে অতর্কিত সন্ত্রাসী হামলায় মৃত রনজিত কুমারদে এর পুত্র রুপন কান্তিদে (৩৪)ও স্কুল ছাত্রী অনামিকা দে কে গুরুতর রক্তাক্ত আহত করেছে।
পরে স্থানীয় লোক জনেরা আহতদের কে উদ্ধার করে
চমকে প্রেরণ করে চিকিৎসার ব্যবস্থা করে।
বর্তমানে মহেন্দ্র লাল গংরা মৃত রনজিত কুমারদে পুত্র রুপন কান্তিদের পরিবারের লোকজনদের কে পুনরায় মারপিট করার হুমকি দিয়ে আসছে।
উক্ত বিষয় আইনি সহযোগিতা চেয়ে গত ০৭ জানুয়ারী মহেশখালী থানা অফিসার ইনচার্জ এর বরাবর একটি লিখিত এজাহার দায়ের করেন।
বিষয়ে মহেশখালী থানার ওসি (তদন্ত)আসিকুর রহমান বলেন- উক্ত বিষয় একটি লিখিত এজাহার পেয়েছি,
তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।