বিশেষ প্রতিনিধি উখিয়া বিশেষ করে
উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার সংলগ্ন মহাসড়কে টেকনাফগামী সেন্টমার্টিন সার্ভিসের সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটমের ড্রাইভারসহ ২ জন মারা গেছে। নিহতের মধ্যে মনির আহমদ (২২) ঘুমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে বলে জানা গেছে।অপরজন টমটম চালক। তার পরিচয় জানা যায়নি।
২ জন আহত হয়েছে। আহতের মধ্যে নোয়াপাড়ার মৃত মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের(৩২) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে প্রেরণ করেছে।
অপর আহতদের টিভি টাওয়ার সংলগ্ন রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।