মোহাম্মদ আবুতাহের মহেশখালী
মহেশখালীর উপজেলার অন্তর্গত বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইলে গত ১১ জানুয়ারী সকালে পূর্ব শত্রুতার জের ধরে আবদুল গফুর (৩৫) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যদিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে সন্ত্রাসীরা।
আজ ১২ জানুয়ারী বিকালে গফুর হত্যার বিচার ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
এক পর্যায়ে এলাকা বাসী বিক্ষোভ মিছিল সহকারে বড় মহেশখালী হয়ে উপজেলাপরিষদ এলাকাও মহেশখালী
থানা এলাকায় বিক্ষোভ করেন।
এই সময় মহেশখালী থানা ওসি(তদন্ত)আশিক ইকবারে আশ্বাসে বিক্ষোভ কারীরা বাড়ি ফিরে যান।
বিক্ষোভ মিছিলে নিহতের পরিবারের সদস্য সহ নারী- পুরুষের উপস্থিতি লক্ষনীয়।
প্রকাশ্যদিবালোকে কুপিয়ে হত্যা কান্ডের ঘটনার ফলে মহেশখালীর সাধারণ মানুষের মনে চাপাক্ষোভ বিরাজ করছে।
এই ব্যাপারে মহেশখালী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বাপ্পী সর্দ্দার বলেন-
আবদুল গফুর হত্যাকান্ড নিয়ে ০৮ জনের বিরোদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে,আসামীদের গ্রেপ্তারে পুলিশের সাড়াশি অভিযান অব্যহত রয়েছে।