মোহাম্মদ আবুতাহের মহেশখালী
“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, এই শ্লোগানে সারা দেশের ন্যায় মহেশখালী উপজেলায় ২৩শে জানুয়ারী শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান আশ্রয়ণ প্রকল্প শুভ উদ্ধোধন করেণ।
উদ্ধোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহেশখালী-কুতুবদিয়ার জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি- মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান (বি এ)
উপজেলা আওয়ামী লীগ সভাপতি
আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,উপজেলা প্রকল্প কর্মকর্তা রাসেদুল ইসলাম,কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভাবে, গৃহহীনদের আনুষ্ঠানিক ভাবে গৃহ ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়ার জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে শেখ হাসিনার নেতৃত্বে প্রশাসন জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রয়াসে সকলে দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
গৃহহীনদের ঘর ও জমি বরাদ্দ বিষয়ে কোন অনিয়ম দূর্নীতি থাকলে তা যথাযথ প্রমানাদি সহ প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্ধোধনীয় অনুষ্ঠানে ২০টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
গৃহহীন আশ্রয়হীন মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা চেয়ে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা এবং তার দীর্ঘায়ু কামনা করেন।