ইনানী বীচ ক্যাফে একটা ইকো স্টাইলিস্ট ক্যাফে
এই ক্যাফেতে পাওয়া যায় সাগরের বিভিন্ন জাতের তাজা মাছ,কাঁকড়া,লবস্টার এসব মাছ দিয়ে তৈরী হয় (বার-বি-কিউ, মাছের দোপেয়াজা খারী ভুনা ফ্যাই সহ পাওয়া যায় বাংলা চাইনিজ ইন্ডিয়ান ফুড সহ সব ধরনের সুস্বাদু খাবার
ইনানী বীচে ঘুরতে আসলে কমদামে খাবারের বিকল্প নেই ইনানী বীচ ক্যাফেতে।