গাজী মোহাম্মদ আবুতাহের মহেশখালী
ডিজিটাল আইল্যান্ড মহেশখালীতে প্রাথমিক ভাবে ৫ হাজার জনকে করােনার ভ্যাকসিন দেওয়া হবে।
এ নিয়ে ১১ হাজার ডােজ ভ্যাকসিন আসবে মহেশখালীতে।
০৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)সকালে মহেশখালী উপজেলার হল রুমে এ সংক্রান্ত একটি সভায় এমন তথ্য জানানাে হয়েছে ।
জানা যায়,মহেশখালীতে মােট ভ্যাকসিন বরাদ্দ ১১ হাজার । প্রাথমিক ভাবে সর্বোচ্চ ৫ হাজারকে দুইবার করে দেওয়া হবে রেজিষ্ট্রেশনের ভিত্তিতে । ২ ডােজ করে ১১ হাজার ৫ হাজার জনকে ।
বরাদ্দকৃত করােনা ভ্যাকসিন কাজে লাগানাে না গেলে অন্য উপজেলায় এ ভ্যাকসিন পাঠিয়ে দেওয়া হবে বলে সভায় জানানাে হয় ৷
আলােচকরা বলেন -ভ্যাকসিন প্রসংগে সাধারণ মানুষের মাঝে সচেতনতা কম ছিলাে বলে একটা ভয় থেকে গেছে ।
টিকার ট্রাক মেয়াদ সম্পর্কে নির্দিষ্ট তেমন মেয়াদের বিষয়ে জানা না গেলেও প্রাথমিকভাবে একবছরের মেয়াদ বলা হয়েছে । এবং এ নিয়ে এখনাে গবেষণা আছে বলে জানানাে হয় । প্রথম পর্যায়ে হসপিটাল বেইজড টিকা দেওয়া হবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন,টিএইচও ডাঃ মাহফুজুল হক , উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী জহির উদ্দিন,প্রকৌশলী সবুজ কুমার দে , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মােঃ রাশেদুল ইসলাম,কুতুবজোম ইউপি চেয়ারম্যান মােশাররফ হােসেন খােকনসহ সকল ইউনিয়ন সচিব , উদ্যোক্তা , এবং এনজিও প্রতিনিধিগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।