গাজীমোহাম্মদআবুতাহের মহেশখালী
মহেশখালী থানা এস আই মনীষ সরকারের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে
০৫ ফেব্রুয়ারী বিকালে ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকুল পশ্চিম পাড়া জনৈক ওসমান গণির পুত্র ফরিদের বাড়িতে অভিযান চালিয়ে স্থানীয় লোক জনের সহযোগিতায় একটি দেশীয় তৈরী বন্দুক ও এক রাউন্ড তাজা কার্টিজ উদ্ধার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদ পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়ঃ-পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল।
আজ বিকালে জমি সংক্রান্ত বিষয়ে ভাইদের মধ্যে বিরোধ চলছিল,বিরোধের জের ধরে ফরিদ তার শাশুরবাড়ি থেকে বন্দুক নিয়ে এসে বন্দুক তাক করে প্রকাশ্য বিবাদ শুরু করে।
ফরিদের হাতে বন্দুক দেখে স্থানীয়রা মহেশখালী থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃআব্দুর হাইকে অবহিত করেন।
পরে অফিসার ইনচার্জ এর নির্দেশে এস আই মনীষের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট অভিযান চালিয়ে ফরিদের বাড়ি থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও এক রাউন্ড তাজা কার্টিজ উদ্ধার করে।
এই ঘটনায় ফরিদের স্ত্রীকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
উক্ত বিষয় মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃআব্দুর হাই জানান-ছোট মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী বন্দুক ও এক রাউন্ড তাজা কার্টিজ উদ্ধার করে।
এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে ।