মহেশখালী প্রতিনিধি
সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে দ্বীপ উপজেলা মহেশখালী ৩ জন সহ ৭ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে দ্বীপ উপজেলা মহেশখালী বলে নিশ্চিত করেছে দূতাবাস।
জানা যায়, নিহতদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন, কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালী অন্তর্গত কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা (ডেইম্বনী)
এলাকার ৩ জন যথাক্রমে আবদুল আজিজ, মোহাম্মদ রফিক ও ইসহাক বলে তাদের পরিবার সূত্রে নিশ্চিত হওয়া যায়।
রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত। বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোমে ঘটিভাঙ্গা (ডেইম্বনী) এলাকার আবদুল আজিজ,মোহাম্মদ রফিক ও ইসহাকের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়ানেমে আসে।
মদিনায় সোফা কারখানায় আগুনে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর
কুতুবজোমের ৩ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কুতুবজোমের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন।