গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
কক্সবাজার জেলার কৃতি সন্তান,দ্বীপ উপজেলা মহেশ খালীর উজ্জ্বল নক্ষত্র,জেলা আওয়ামী লীগের সদস্য, মহেশখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক,দুইবারে
র নির্বাচিত পৌর মেয়র,গরীব দুঃখী মেহনতী মানুষের প্রিয় আপনজন,আধুনিক মহেশখালী পৌর সভার রূপকার,আপোষহীন সংগ্রামী জননেতা আলহাজ্ব মকছুদ মিয়া’র সহধর্মিনী সর্জিনা আক্তার,আজ ১১ই
ফেব্রুয়ারী ২০২১ইং এ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সেরা মহিলা করদাতা-২০২০ ও সর্বোচ্চ আয়কর দাতা(কক্সবাজার জেলা)পুরষ্কৃত হলেন।
এই সময় তাঁকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড দেওয়া হয়। জাতীয় কোনো অনুষ্ঠান আয়োজন করলে ট্যাক্স কার্ডধারীদের আমন্ত্রণ জানানো হবে এবং এর পাশা পাশি তাদের জন্য স্থলপথ,জলপথ,আকাশপথ সব সরকারি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের পরিবারের সদস্যদের জন্য সেবা চিকিৎসার সুবিধা করে দেওয়া হবে।
অত্যন্ত মমতাময়ী এবং মহিয়সী নারী যিনি কক্সবাজার জেলায় দ্বীপ উপজেলা মহেশখালীর নাম উজ্জ্বল করলেন।
তার এই সাফল্যে পুরো মহেশখালীবাসী গর্বিত ও আনন্দিত।
দ্বীপবাসী তাঁর এই সফলতা জন্য সর্জিনা আক্তার’কে অভিনন্দন জানিয়েছেন।