গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালী প্রেসক্লাব এর কার্যকরী কমিটির এক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
১২ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদের নিসর্গ বিরাম এ প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ
এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সালামত উল্লাহ,র পরিচালনায় ও অর্থ সম্পাদক মকছুদুর রহমানের পবিত্র কোরান তেলোয়াতের মধ্যে দিয়ে কার্যকরী কমিটির পরিচিতি ও কো-অপট সদস্য মনোনিত
করা হয়।
সভায় উপস্থিত সদস্যগণের মতামত ও কন্ঠ ভোটে এম আমিনুল হক ও জিকির উল্লাহ জিকুকে কো অপট সদস্য মনোনিত করে কার্যকরী কমিটি পূর্নাঙ্গ করা হয়।
সভায় মহান ২১শে ফেব্রুয়ারী আর্ন্তরজাতিক মাতৃভাষা উদযানে মহেশখালী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক গাজী মোহাম্মদ আবু তাহের কে আহবায়ক করে সাংগঠনিক সম্পাদক এম তারেক রহমান ও অর্থ সম্পাদক এম মকছুদুর রহমানকে সদস্য করে ২১ফেব্রুয়ারী উদযাপন কমিটি গঠিত হয়।
সভায় নতুন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিবর্তনের সিন্ধান্ত গৃহিত হয়।
প্রতি মাসে প্রত্যক সদস্যদের মাসিক সদস্য ফি গ্রহন করার সিন্ধান্ত হয়।
চলতিজানুয়ারী ২১থেকে মহেশখালী প্রেসক্লাবের সকল সদস্য মাসিক ফি ১০০/- টাকা হারে প্রদানের সিন্ধান্ত চুড়ান্ত হয়।
সভায় মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ,সাধারণ সম্পাদক এম ছালামত উল্লাহ,
যুগ্ন-সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ আবুতাহের তাহের,সাংগঠনিক সম্পাদক এম তারেক রহমান,অর্থ সম্পাদক মকছুদুর রহমান,প্রচার ও অর্থ সম্পাদক আব্দু রশিদ উপস্তিত ছিলেন।