গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
মহেশখালীতে শ্রী শ্রী শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা ২০২১ উপলক্ষে প্রস্তুতি সভা
২১শে ফেব্রুয়ারী(রবিবার)সকাল ১১ ঘটিকার সময় সীতাকুণ্ড স্রাইন কমিটির সিনিয়র সদস্য কাজল পালের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড স্রাইন কমিটির সম্পাদক এডভোকেট চন্দন দাশ,শ্রী শ্রী আদিনাথ মন্দির সংস্কার কমিটির সদস্য বৃন্দ,শ্রী শ্রী আদিনাথ যুব সংঘের সদস্য ,অদ্বৈত – অচ্যুত মিশনের সদস্য সহ বিভিন্ন ইউনিয়নের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের সম্মতিতে মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান’কে সভাপতি,শান্তি লাল নন্দীকে সম্পাদক এবং যীশু চৌধুরীকে অর্থ সম্পাদক করে শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা ২০২১ এর কমিটি গঠণ করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্রী শ্রী আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তিলাল নন্দী, সাধারণ সম্পাদক প্রণব কুমার দে, সহ-সভাপতি বসন্ত কুমার দে ও বিপিন কান্তি দে, যুগ্মসাধারণ সম্পাদক মাষ্টার তপন কান্তি দে ও মাস্টার বাঁশি রাম দে, অর্থ সম্পাদক জিশু চৌধুরি, আইন বিষয়ক সম্পাদক সুব্রত দত্ত, বাবু প্রিয়তোষ দে, বাবু শম্ভু চরণ দে, অধীর চন্দ্র দে, স্বপন কুমার দে, নিপেন্দ্র দে, কাউন্সিলর সঞ্জীত চক্রবর্তী ও রতন কান্তি দে, ইউপি মেম্বার পলাশ ও বকুল রানী দে, সুকুমার দে, রাজেশ শর্মা, রাখাল দে,রতন শীল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাস্টার তপন কান্তি দে।
এবারের মেলায় স্বাস্থ্যবিধি মেনে মেলা পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।