কোহিনুর আক্তার কহি
দিব রক্ত বাচঁবে প্রাণ, স্বেচ্ছায় করিব রক্ত দান” স্লোগানকে সামনে রেখে দক্ষিন চট্রলার বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন উখিয়া ব্লাড ডোনেশন ইউনিটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৫ মার্চ) দুপুর দুই ঘটিকা থেকে শুরু হয়ে বিকাল পাঁচ ঘটিকায় এ কর্মসূচি শেষ হয়।
উখিয়া উপজেলার কুতুপালং এর উত্তর স্টেশনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য ও প্রকৌশলী হেলাল উদ্দীনের
এর সহযোগিতায় উক্ত ক্যাম্পেইনে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং তাঁদেরকে রক্ত দানের জন্য উৎসাহিত করা হয়।
উখিয়া ব্লাড ডোনেশন ইউনিটের উপদেষ্টা নাজিম উদ্দিন জুয়েল জানান আজকের ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো রক্তদাতা সংগ্রহ করা কারণ আমাদের সমাজের অনেকেই আছেন, যারা নিজের ব্লাড গ্রুপটি নিজে জানে না যার ফলে কমে যাচ্ছে রক্তদাতা। তাই এই সংকট নিরসনের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।
উখিয়া ব্লাড ডোনেশন ইউনিটের প্রতিষ্ঠাতা এডমিন নাজমুল হক বলেন “মানুষকে স্বেচ্ছায় রক্তদানের উৎসাহিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এছাড়া প্রতিটি মানুষের জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ জানা জরুরি।
ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের উপ-কমিটির আহ্বায়ক প্রতিষ্ঠাতা এডমিন মাহমদুল হাসান রাশেদ এবং সহ-এডমিন ক্যাম্পেইনে সার্বিকসহায়তা করেন সিরাজুল হক জিয়া, মিজান, রাইহান, হাসান, আরিফ, পপি, সালমা, গনি, রিয়াজ, জাহানারা,আবছার,রুনা, ইমতিয়াজ,কালাম,আরিফ,রফিক সহ প্রমুখ।