গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দরজা হবে মহেশখালী-সম্মান রক্ষা সকলের দায়িত্ব।
USA UN MIGRATION FROM THE AMERICA
(আইওএম)র সহযোগিতায় মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সমুদ্রে নিরাপত্তা বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন-
কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমানের সভাপতিত্বে ৫ ই মার্চ শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি ছিলেন-
কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়ার আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি ছিলেন-প্যাট্রিক শেরিগনন,প্রধান ট্রানজিশন এন্ড রিকভারি ডিভিশন আইওএম কক্সবাজার।
বিশেষ অতিথি-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য,মহেশখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক,মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ আব্দুল হাই।
কক্সবাজার সার্ভে ও রেজিষ্ট্রেশন পরিদর্শক নৌ-যান আঞ্চলিক পরিদর্শক মোহাম্মদ আমিন উদ্দিন।
ধলঘাটার ইউপি চেয়ারম্যান কামরুল হাসান,
কুতুবজোমের ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন,মহেশখালী ফায়ার সার্ভিস লিডার রাম প্রসাদ দাশ,সি পি পি,র মহেশখালীর টিম লিডার,শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃওসমান সরওয়ার,মহেশখালী স্পিড বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক কাউন্সিলর মিশকাত সিকদার, কক্সবাজার স্পিযদডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম,ড্রাইভার সিরাজুল হক।
মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের পরিচালনায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(আইওএম)সভায় ৮০জন ড্রাইভার প্রশিক্ষণে অংশ গ্রহন করে।
৫ ও ৬ মার্চ ২দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
প্রধান অতিথি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন-
সমুদ্রে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দরজা হবে মহেশখালী-সম্মান রক্ষা করা সকলের দায়িত্ব।
মহেশখালী জেটি ঘাটের সমস্যা নিরসনে দ্রুত সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। নদীর নাব্যতা হ্রাসে দ্রুত ড্রেজিং করা হবে।